অবসরের তিন বছর পর জার্মানি জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী টনি ক্রুস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট সামনে রেখে মার্চ মাসে জার্মানির প্রীতি ম্যাচের দলে ফিরতে যাচ্ছেন ক্রুস।
তিনি বলেন, মার্চে আমি আবারও জার্মানির হয়ে খেলবে। কেন? কারণ কোচ আমাকে চাইছে, আমারও ফেরার ইচ্ছা আছে এবং আমি নিশ্চিত বর্তমানে অনেকেই যা বিশ্বাস করছেন, এই দল নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এর চেয়েও বেশি কিছু করা সম্ভব।
২০২১ সালে ইউরোর পরই ক্রুস জার্মানিকে বিদায় বলেছিলেন। সে আসরে ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল জার্মানি। তবে কোচ ইউলিয়ানস নাগেলসমানের ডাকে সাড়া দিয়ে আবারও জার্মানির হয়ে মাঠ মাতানোর প্রস্তুতি নিচ্ছেন ৩৪ বছর বয়সী এ মিডফিল্ডার।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :