AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিরপুরের উইকেট নিয়ে বিদেশি ক্রিকেটারের অভিযোগ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
মিরপুরের উইকেট নিয়ে বিদেশি ক্রিকেটারের অভিযোগ

দশম বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আসরের প্লে-অফের তিন ম্যাচসহ আর মাত্র ৪ ম্যাচ বাকি রয়েছে। প্রতিবারের মতো এবারও বিপিএলে অংশ নিতে এসেছে বহু বিদেশি ক্রিকেটার।প্রতিবারের মতো এবারও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের সবচেয়ে বেশি ম্যাচ। শুক্রবার মিরপুরে গড়িয়েছিল লিগ পর্বের শেষ দুই ম্যাচ। যেখানে রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ হারের পর খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েন পার্নেল অবশ্য মনে করিয়ে দিলেন কম রানের কথা।

ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে পার্নেল বলেন, ‘প্রথমত চট্টগ্রামের উইকেট বেশ ভালো ছিল। ব্যাটারদের জন্য ভালো ছিল। অবশ্যই বোলারদের জন্য চ্যালেঞ্জিং ছিল। লোকে টি-২০ ক্রিকেট দেখে হাইস্কোরিং ম্যাচ দেখার জন্য। আমার মনে হয় না কেউ ১৩০-১৪০ রানের ম্যাচ দেখতে চায়।’

দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার আরো বলেন, ‘একজন বোলার হিসেবে বলতে গেলে এটি আমাদের জন্য কঠিন। তবে আমি যদি জানি যে এখানে হাইস্কোরিং ম্যাচ হবে তাহলে আমার জন্য এটি চ্যালেঞ্জিং হবে। দর্শকদের জন্য এবং ব্যাটারদের জন্য বিষয়টি ভালো। বড় রান করার ক্ষেত্রে কীভাবে ইনিংস গড়তে হবে এসব বিষয়গুলো ব্যাটাররা শিখতে পারবে।’

মিরপুরের উইকেট নিয়ে পার্নেল বলেন, ‘এখানে (মিরপুর) কিছুটা ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। বেশিরভাগ ব্যাটার এখানে ১০০ এর চেয়ে সামান্য বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছিল। আগের ম্যাচটাও তো লো স্কোরিং হল। এমন ম্যাচ দেখাটা আসলেই বেশ কঠিন। আমার মনে হয় সবাই হাইস্কোরিং ম্যাচ দেখতে চায়।’

একুশে সংবাদ/এস কে

Link copied!