অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মারকুটে ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ডানহাতি এ ব্যাটার।শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ বল খেলে ১ ছক্কায় ৬ রান করে আউট হন ম্যাক্সওয়েল। তাকে সাজঘরের পথ দেখান বেন সিয়ার্স। এই ছক্কাতেই তিনি গড়েছেন নতুন রেকর্ড। ভেঙে দিয়েছেন অ্যারোন ফিঞ্চের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
আন্তর্জাতিক টি-২০তে এটি ছিল ম্যাক্সওয়েলের ১২৬তম ছক্কা। আর এর মধ্য দিয়ে তিনি ফিঞ্চকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়ে যান। এই সিরিজের আগে ১২৫ ছক্কা নিয়ে ফিঞ্চের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ম্যাক্সি।
এছাড়া ১১৩ ছক্কা নিয়ে ম্যাক্সওয়েল-ফিঞ্চের পরেই আছেন ডেভিড ওয়ার্নার। চতুর্থ স্থানে আছেন শেন ওয়াটসন। তার মোট ছক্কা ছিল ৮৩টি। বর্তমান টি-২০ অধিনায়ক মিচেল মার্শ ৬৬ ছক্কা নিয়ে এই তালিকায় আছেন পঞ্চম স্থানে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :