গত বছরের আগস্টে ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় স্পেনের মেয়েরা। নিজেদের ইতিহাসে সেবারই প্রথম বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন তারা। তবে বিশ্বজয়ের স্বাদ পেতে না পেতেই বিতর্কে জড়িয়ে যান দেশটির ফুটবল প্রধান ও বিশ্বকাপজয়ী ফুটবলার জেনি হারমোসো।
তুমুল সমালোচিত ‘চুমু’ কাণ্ডে শেষ পর্যন্ত পদত্যাগ করেন স্প্যানিশ ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। এবার আলোচিত সেই নারী ফুটবলার হারমোসোর গোলে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে নাম লিখলো স্পেন নারী ফুটবল দল।
শুক্রবার রাতে উয়েফা ওমেন্স নেশন্স লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। সে সঙ্গে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বও নিশ্চিত করেছে তারা।
উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের। যারা অন্য সেমিফাইনালে জার্মানির মত শক্তিশালী দলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
সেই জেনি হারমোসোই এবার নেদারল্যান্ডসের বিপক্ষে গোলের সূচনা করেন। ৪১তম মিনিটে প্রায় এককভাবেই তিনি নেদারল্যান্ডস ডিফেন্ডারদের কাটিয়ে গোলটি করেন। ৪৫তম মিনিটে ব্যালন ডি’অর বিজয়ী নারী ফুটবলার আইতানা বোনমাতি করেন দ্বিতীয় গোল। ৭৭তম মিনিটে লেফট ব্যাক ওনা ব্যাটল তৃতীয় গোল করে স্পেনের বিজয় নিশ্চিত করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :