AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৭ এএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

চলতি মৌসুম শেষেই ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন মাস্টারমাইন্ড ইয়ুর্গেন ক্লপ। শেষটা শিরোপা জিতে রাঙানোর আশা করেছিলেন এই জার্মান কোচ। আর সেটাই হতে যাচ্ছে। 

রোববার রাতে ইংলিশ লিগ কাপের শিরোপা উঁচিয়ে ধরেছে লিভারপুল। শিরোপা নির্ধারণী মঞ্চে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে অল রেডসরা। ম্যাচের ১১৮তম মিনিটে গোল করে ম্যাচের নায়ক ভার্জিল ফন ডাইক।এ নিয়ে রেকর্ড দশমবার এই আসরের শিরোপা ঘরে তুলল লিভারপুল। আটবার জিতে তালিকার পরের অবস্থানে ম্যানচেস্টার সিটি।

এদিন ওয়েম্বলিতে আক্রমণ পালটা আক্রমণে চলেছে ম্যাচ। ম্যাচে লিভারপুলের বলের দখল ছিল ৫৪ শতাংশ। গোলের জন্য অলরেডসরা শট নিয়েছে ২৪টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ১১টি।

চেলসিও আক্রমণে লিভারপুলকে চাপে রেখেছিল। কিন্তু নিখুঁত ফিনিশিং না করতে পারায় গোলের দেখা পায়নি। ৬২তম মিনিটে একবার বল জালে পাঠিয়েছিলেন ফন ডাইক কিন্তু ভিএআর সিদ্ধান্ত পাল্টায়ম বাতিল করে দেয় গোল।

নির্ধারিত নব্বই মিনিটে কোন দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু ১১৮তম মিনিটে ফন ডাইকের ঝলকে গোল পেয়ে যায় লিভারপুল। কর্নার থেকে আসা বলে দারুণ হেডে বল জালে পাঠান। তাতে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলার আনন্দে মাতে লিভারপুলের ফুটবলাররা।


একুশে সংবাদ/এস কে

Link copied!