বেশ লম্বা সময় ধরে খেলার বাইরে রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। মেয়েদের বয়সভিত্তিক দল কক্সবাজারে ত্রিদেশীয় সিরিজ খেললেও মূল দলের ক্রিকেটাররা খেলার বাইরেই আছেন।
এদিকে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্প। চার দিনের সেই ক্যাম্প শেষে ক্রিকেটাররা যাবেন খুলনায়। সেখানে দুই সপ্তাহের স্কিল ক্যাম্প শেষে মিরপুরে ফিরবেন বাংলাদেশ দলের মেয়েরা।
চলতি বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছে টাইগ্রেসরা। ১৬ মার্চ তিন ওয়ানডে ও টি-২০ খেলতে বাংলাদেশে আসার কথা অজিদের।
অস্ট্রেলিয়া সিরিজের পর আরও এক বড় দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এপ্রিলের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ভারত সিরিজটি অবশ্য আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে।
মূলত সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :