চলছে বিপিএলের দশম আসরের প্লে অফ পর্ব। আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচের বিজয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে রংপুর।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।
আজ টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। শুরুটা ভালো ভাবেই শুরু করে তার দল। মাত্র ২৭ রানে টপ অর্ডারের তিন উইকেট শিকার করে কুমিল্লা। রনি ১৩, শামীম ০ ও সাকিব ফেরেন ৫ রানে।
চতুর্থ উইকেটে বিপর্যয় কিছুটা সামাল দেন মাহেদী হাসান ও জিমি নিশাম। ব্যক্তিগত ২২ রানে মাহেদী আউট হলে ভাঙে দুজনের ৩৯ রানের জুটি। পঞ্চম উইকেটে ৩৮ রান যোগ করেন পুরান ও নিশাম। ১৪ রান করেন পুরান।
ক্রিজে নেমে নিশামকে সঙ্গে নিয়ে রংপুরকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজ করেন নুরুল হাসান সোহান। তার অধিনায়কোচিত ইনিংসে দ্রুত এগোতে থাকে রানের চাকা। অন্য প্রান্তে ৩১ বলে দারুণ এক অর্ধশতক পূরণ করেন নিশাম।
৩০ রানে সোহান আউট হন। এর আগে নিশামের সঙ্গে তিনি গড়েন ৫৩ রানের জুটি। রংপুরের ইনিংসের বাকিটা একাই টেনে নেন নিশাম। মিরপুরে চার-ছক্কার ঝড় তুলে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন তিনি।
ইনিংসের শেষ পর্যন্ত ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম। কুমিল্লার হয়ে আন্দ্রে রাসেল দুটি এবং নারিন, তানভীর, বর্ষণ ও মুশফিক একটি করে উইকেট নেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :