ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার ওয়েলিংটনে অজিদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে এর আগেই বড় ধাক্কা খেলো ব্ল্যাকক্যাপস শিবির।ওয়েলিংটন টেস্ট থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়ে। মূলত, অজিদের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান কনওয়ে। সেই চোটই কাল হয়ে দাঁড়াল। এমনকি ৮ মার্চ শুরু হওয়া দ্বিতীয় টেস্টে কনওয়ে ফিরবেন কি না সেটাও নিশ্চিত নয়।
কনওয়ের না খেলার ব্যাপারটি বুধবার নিশ্চিত করেছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তিনি বলেন, ‘ক্রিকেটে ইনজুরি একটি অংশ এবং এটা অন্যদের জন্য সুযোগ।’
কনওয়ের পরিবর্তে নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস। হয়তোবা আগামীকাল কিউইদের একাদশেও নিকোলসকে দেখা যেতে পারে। ক্যারিয়ারে এরই মধ্যে ৫৬ টেস্ট খেলেছেন নিকোলস। স্টিড বলেন, ‘নিকোলসের মতো কাউকে পাওয়া আসলেই ভালো ব্যাপার। তার অনেক টেস্ট ম্যাচের অভিজ্ঞতা রয়েছে।’
এদিকে কনওয়ের না খেলা প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেভনকে হারানো খুবই হতাশার। সে টপ অর্ডারে আমাদের অন্যতম ক্লাসিক এক খেলোয়াড়। আমি জানি সে এই সিরিজে এমন কিছু করতে মুখিয়ে আছে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :