বিপিএলের অঘোষিত ‘ফাইনালে’ রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে ফরচুন বরিশাল।আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করছে বরিশাল। যেখানে শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশালের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান।
দশম বিপিএলের অঘোষিত ‘ফাইনালে’ মিরপুরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। এতে বরিশালের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫০ রান।
রান তাড়ায় ফরচুন বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা।
ইনিংসের চতুর্থ ওভারে তামিমকে সাজঘরের পথ দেখান আবু হায়দার রনি। আউট হওয়ার আগে ১০ করেন তিনি।এরপর মিরাজ ৮রানে সাজঘরে হাঁটা ধরেন।
সৌম্য সরকার ও মুশফিকুর রহিম দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।সৌম্য৪ ও মুশফিক ২০রানে ব্যাট করছেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এতে আগে ব্যাট করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শেখ মাহেদী ও রনি তালুকদার।
তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই জুটিতে আঘাত হানেন সাউফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই মাহেদীকে উইকেটের পেছনে মুশফিকের তালুবন্দী করেন তিনি। আউট হওয়ার ২ করেন তিনি।
ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান (১) ও রনি তালুকদার (৮)। শুরুর চাপ সামলে দলকে কিছুটা এগিয়ে নেন জেমি নিশাম। তার ব্যাটে আশা দেখছিল সোহেলের শিষ্যরা। কিন্তু ২৮ করে সাজঘরের পথ ধরেন নিশাম।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রংপুর যখন মহাবিপদে। তখন ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান শামীম। এতে ২০ বলে ফিফটি করেন তিনি। শেষ পর্যন্ত ২৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। এ সময় তাকে যোগ্য সঙ্গ দেন আবু হায়দার রনি।
শামীম-রনি জুটির ব্যাট থেকে আসে ৭২ রান। তাদের জুটিতে ভর করেই ১৪৯ রানে থামে রংপুরের ইনিংস। বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জেমস ফুলার।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :