বিপিএলের দশম আসরের ফাইনাল আজ। শেষ হাসিটা হাসবে কে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। যেখানে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।কুমিল্লার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সুনীল নারিন ও লিটন দাস। প্রথম ওভারেই মাত্র ৫ রানে আউট হন নারিন।কুমিল্লার ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। প্রথম কোয়ালিফায়ার জয়ের নায়ক ও কুমিল্লার অধিনায়ক লিটন দাসও আজ ব্যর্থ। ফেরেন মাত্র ১৬ রানে।
বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন জনসন চার্লস। তবে এ ক্যারিবিয়ান ব্যাটারও ১৫ রানের বেশি করতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলি এখন দলকে এগিয়ে নিচ্ছেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :