AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসর নিলেন রোমান সানা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২১ পিএম, ৩ মার্চ, ২০২৪
অবসর নিলেন রোমান সানা

বাংলাদেশ আরচ্যারি দল থেকে আকস্মিকভাবে অবসর নিয়েছেন পোস্টার বয় রোমান সানা। এরই মধ্যে নিজের অবসরের সিদ্ধান্ত চিঠির মাধ্যমে আরচ্যারি ফেডারেশনকে জানিয়েছেন তিনি। চিঠি পাওয়ার ব্যাপারটি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীবউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেডারেশনকে দেওয়া চিঠিতে অবসরের কারণ হিসেবে ‘ব্যক্তিগত’ উল্লেখ করেছেন রোমান সানা। রাজীবউদ্দিন আহমেদ বলেন, ‘চিঠি পাওয়ার পর আমরা রোমান সানাকে সিদ্ধান্তটি পুনর্বিবেবচনার করার জন্য অনুরোধ করেছিলাম। সে তার সিদ্ধান্তে অনড়।’

২০১৯ বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সাফল্যই রোমান সানাকে রাতারাতি তারকায় পরিণত করে। ২০২২ সালে এক সতীর্থ আরচ্যারের সঙ্গে বাজে আচরণের কারণে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। যদিও শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

গত সেপ্টেম্বরে হাংজু এশিয়ান গেমসে রিকার্ভের দলীয় ইভেন্টে পদকের লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিলেও পদক জিততে পারেননি রোমান সানা। বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত পারফরম্যান্সও ভালো যাচ্ছে না। এরই মাঝে অবসর নিলেন দেশের এই তারকা আরচ্যার।

একুশে সংবাদ/এস কে

Link copied!