AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি-সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে মায়ামির বড় জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২০ পিএম, ৩ মার্চ, ২০২৪
মেসি-সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে মায়ামির বড় জয়

লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। দুজনের বন্ধুত্বের কথা কারো অজানা নয়। মাঝে ভিন্ন ক্লাবে খেললেও আবারও এক হয়েছেন তারা। বর্তমানে মাঠ মাতাচ্ছেন ইন্টার মায়ামির হয়ে।

এই দুই তারকা ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি-সুয়ারেজ। অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।   

ফিটনেস সমস্যায় জর্জরিত থাকা সুয়ারেজকে অরল্যান্ডো সিটির বিপক্ষে দেখা গেছে ভিন্ন রূপে। ম্যাচের ৪ মিনিটেই দলকে ১-০তে এগিয়ে নেন তিনি। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের রেষ না কাটতেই দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় মায়ামি।

দ্বিতীয় গোলটিতেও সুয়ারেজ ছিলেন অনবদ্য। প্রথম গোলে সহায়তাকারী গ্রেসেল এই গোলেও ভূমিকা রাখেন। আর শেষে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে ২-০তে এগিয়ে নেন সুয়ারেজ। প্রথমার্ধে টেলরও গোলের দেখা পেলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধে সুয়ারেজের চমকের পর দ্বিতীয়ার্ধে চমক দেখান বিশ্বকাপজয়ী মেসি। ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে গোল করেন তিনি। যেখানে দ্বিতীয়টি ছিল সুয়ারেজের অ্যাসিস্টে। এই ম্যাচ শেষে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে মায়ামি। ৩ ম্যাচে দুই জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭।

একুশে সংবাদ/এস কে

Link copied!