লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম। সেই সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। পরে রেফারির সেই সিদ্ধান্তকে ‘কিছুটা হাস্যকর’ বলে দাবি করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার।
বেলিংহামের শাস্তি তুলে নেয়ার আবেদন করেছিল রিয়াল মাদ্রিদ। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। কেননা লস ব্ল্যাঙ্কোসদের সেই আবেদন নাকচ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটি। ফলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধই রইলেন তিনি।
নিষেধাজ্ঞার কারণে লা লিগায় রিয়ালের পরবর্তী দুই ম্যাচ সেলটা ভিগো ও ওসাসুনার বিপক্ষে খেলতে পারবেন না বেলিংহাম।
ঘটনাটি ঘটে গত শনিবার লা লিগার ম্যাচে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেন বেলিংহাম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে ফেলেন এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। এমন প্রতিক্রিয়াকে সহজভাবে নেননি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি গিল মানজানো।
এরপর গত বুধবার তদন্তের পর বেলিংহামকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সঙ্গে রিয়াল মাদ্রিদকে ৭০০ ইউরো ও তাকে ৬০০ ইউরো জরিমানা করা হয়।
লা লিগার মঞ্জুরি প্রবিধানের ১২৪ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তির মনোভাব অন্য ব্যক্তি সে প্রতিদ্বন্দ্বী, রেফারি বা অন্য দলের একজন কর্মকর্তাই হোক, তার প্রতি অবজ্ঞা বা অবজ্ঞার মনোভাব দেখা গেলে দুই থেকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে অনুযায়ী তিন ম্যাচও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারতেন বেলিংহাম।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :