দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে জিম্বাবুয়ের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন হামিলটন মাসাকাদজা।টি-২০ বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক মাসাকাদজা। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব ছাড়ছেন মাসাকাদজা। মূলত, টি-২০ বিশ্বকাপে দলকে কোয়ালিফাই করাতে ব্যর্থ হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।’
নিজের পদত্যাগপত্রে দেশটির সাবেক অধিনায়ক লেখেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর একমাত্র পূর্ণ সদস্য হিসেবে পরের টি-২০ বিশ্বকাপে অংশ নিতে পারছি না। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত, ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে এর পূর্ণ দায় নিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ থাকব। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো উপায়ে কাজ করতেও আগ্রহী।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :