AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওসাসুনাকে হারিয়ে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে জিরোনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২৩ পিএম, ১০ মার্চ, ২০২৪
ওসাসুনাকে হারিয়ে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে জিরোনা

ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে এসেছে জিরোনা। ঘরের মাঠ মন্টিলিভিতে ১৩ মিনিটে ক্রিস্টিয়ান পর্তু ও ম্যাচের শেষ ভাবে সাভিনহোর গোলে জিরোনার জয় নিশ্চিত হয়।

এই জয়ে বার্সেলোনাকে এক পয়েন্টে পিছনে ফেলে লিডার রিয়াল মাদ্রিদের পরের স্থানে উঠে এসেছে জিরোনা। ১০ম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে জিরোনা শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৩ মিনিটের গোলও পায়। ভিক্টর টিসিয়ানকোভের চতুর পাসে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো পর্তু প্রথম সুযোগেই বল জালে জড়ান।

বিরতির পর তিন মিনিটের মধ্যে টিসিয়ানকোভ দ্বিতীয় এ্যাসিস্ট করেছিলেন। কিন্তু আরটেম ডোভিকের ভুল ফিনিশিংয়ে ব্যবধান বাড়েনি। জিরোনার হয়ে এরপর হতাশ করেন ডিলে ব্লাইন্ড। মাত্র ১২ গজ দুর থেকে তার শটটি ওসাসুনার রক্ষনভাগ বøক করে দেয়। এরপর ৮৫ মিনিটে সাভিনহো আর কোন ভুল করেননি। যদিও ফাউলের কারনে তার এই গোলটি বাতিল করা হয়।

পরের মিনিটেই আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন এই ব্রাজিলিয়ান। এ্যালেক্স গার্সিয়ার ব্যাকহিলে বাম পায়ের দারুন ফিনিশিংয়ে সাভিনহো জিরোনা শিবিরে স্বস্তি ফেরান।
একুশে সংবাদ/এস কে

Link copied!