AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সন্ধ্যায় সুদানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:১৩ পিএম, ১০ মার্চ, ২০২৪
সন্ধ্যায় সুদানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চলমান মার্চ মাসে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াসহ সামগ্রিক প্রস্তুতির জন্য সৌদি আরবের তায়েফ শহরে রয়েছেন ফুটবলাররা। একই শহরে ক্যাম্প করছে আফ্রিকান দল সুদানও।

দুই দলের সম্মতিতে চলতি সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ হবে। আজ (রোববার) দু’দল প্রথমটিতে মুখোমুখি হবে। আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ দল সৌদি সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ খেলতে চেয়েছিল। রমজানের জন্য ম্যাচ দুটি রাতে অনুষ্ঠিত হবে বলে জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। দুটি ম্যাচই স্রেফ নিজেদের প্রস্তুতি ঝালাই করে নেয়ার লক্ষ্যে। ফিফা প্রীতি বা আনুষ্ঠানিক ম্যাচ না হওয়ায় দুটি ম্যাচই হবে ক্লোজড-ডোর।

এ বিষয়ে আমের খান বলেন, ‘আজ রাত থেকে সৌদিতে সেহরি হতে পারে, তাই আলোচনা করে রাতেই ম্যাচের সময় ঠিক করা হয়েছে। ফিলিস্তিনকে মোকাবিলার আগে ম্যাচ দুটি আমাদের উপকারে আসবে।’

উল্লেখ্য, ম্যাচ দুটির ফলাফল কোনো ফেডারেশনই প্রকাশ করবে না। বাংলাদেশ ফুটবল দল ১৭ মার্চ সৌদি থেকে কুয়েত যাবে। ২১ মার্চ কুয়েতে খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। ২৬ মার্চ কিংস অ্যারেনায় তাদের ফিরতি ম্যাচ।

একুশে সংবাদ/এস কে

Link copied!