আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্থ। মেডিকেল টিম পান্থকে আসন্ন আইপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন পান্থ। ডান হাঁটুর মূল তিনটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়াসহ কবজি, গোঁড়ালি, পিঠ ও মাথায় আঘাত পান তিনি। কয়েক দফায় অস্ত্রোপচারের পর ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ১৪ মাসের দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলনে ফিরেন পান্থ।
এবার আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পান্থ। বিসিসিআই থেকে মাঠে ফেরার ছাড়পত্র পেয়েছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে খেলবেন এই বাঁ-হাতি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘২০২২ সালের ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনার পর ১৪ মাসের পুনর্বাসন শেষে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার পান্থকে ২০২৪ সালের টাটা আইপিএলে খেলার জন্য ফিট ঘোষণা করা হলো।’
গতকাল পান্থকে নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইর সচিব জয় শাহ বলেছিলেন, ‘সে ভালো ব্যাটিং ও কিপিংও করছে। খুব শিগগিরই তাকে খেলার ছাড়পত্র দেওয়া হবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সে খেলতে পারলে আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। সে আমাদের বড় সম্পদ। কিপিং করতে পারলে সে বিশ্বকাপে খেলতে পারবে। দেখা যাক আইপিএলের মঞ্চে কেমন করে সে।’
পান্থ খেলার ছাড়পত্র পেলেও আসন্ন আইপিএল এবং আগামী টি-টোয়েন্টি বিশ^কাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ সামি। আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন তিনি। সদ্যই গোঁড়ালির অস্ত্রোপচার করিয়েছেন গত ওয়ানডে বিশ^কাপে সর্বোচ্চ উইকেট শিকারী সামি।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :