এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আল ইত্তিহাদকে হারানোর মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে নেইমারের ক্লাব আল হিলাল। শীর্ষ লিগে খেলা কোনো দলের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এখন তাদের দখলে। মঙ্গলবার (১২ মার্চ) কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। এই জয়ে টানা ২৮ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
আল হিলালের আগে শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটা দখলে ছিল ওয়েলশের ক্লাব দ্য নিউ সেন্টসের। ১৯৭১-৭২ মৌসুমে আয়াক্সের গড়া টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড ২০১৬-১৭ মৌসুমে ভেঙে দেয় সেন্টস। ওয়েলশের ক্লাবটি সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা ২৭ ম্যাচ।
আল হিলাল সর্বশেষ পূর্ণ পয়েন্ট হারিয়েছিল গত বছরের ২১ সেপ্টেম্বর। দামাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে সব ম্যাচেই জয়ের দেখা পেয়েছে নেইমারের দল। সৌদি লিগে ১৬ ম্যাচ, কাপ প্রতিযোগিতায় ৩ ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচ জিতল আল হিলাল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :