AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি-সুয়ারেজের জাদুতে শেষ আটে মায়ামি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৮ এএম, ১৪ মার্চ, ২০২৪
মেসি-সুয়ারেজের জাদুতে শেষ আটে মায়ামি

প্রথমবারের মতো কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ইন্টার মায়ামি খেলছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। তবে শেষ ষোলোর প্রথম লেগে হোঁচট খায় তারা। ন্যাশভিলের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিল দলটি। ওই ম্যাচে অবশ্য গোল পায় মেসি-সুয়ারেজ। আজ ফিরতি লেগে ঘরের মাঠে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আজও গোলের দেখা পেয়েছেন মেসি-সুয়ারেজ। তাতে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে দলটি। মায়ামির হয়ে অন্য গোলটি করেন রবার্ট টেলর।

মেসি-সুয়ারেজের তারকা জুটিকে আজকের ম্যাচেই দেখা গেছে নিজেদের সেরা রূপে। ম্যাচের আট মিনিটেই তাদের দাপটের শুরু। মেসির বানিয়ে দেওয়া বল থেকে ৮ম মিনিটেই সমর্থকদের উল্লাসে মাতান সুয়ারেজ।

ম্যাচের ২৩তম মিনিটে পারাগুয়ের ডিয়েগো গোমেজের তৈরি করে দেওয়া বল থেকে এবার স্কোরশিটে নাম ওঠান মেসি নিজেই। ট্রেডমার্ক বাঁ পায়ের শটের কোনো জবাব ছিল না ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের কাছে। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচ একপেশে বানিয়ে নেয় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে মেসিকে উঠিয়ে নেন মায়ামি কোচ মার্তিনো। ৬৩ মিনিটে আবার দেখা যায় সুয়ারেজের ঝলক। তার নিখুত ক্রসে মাথা ছুঁইয়ে এ দফায় বল জালে জড়ান মেসির বদলী নামা রবার্ট টেইলর। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় মায়ামির। ফিরে আসার চেষ্টা করেও বারবার ব্যর্থ হন ন্যাশভিলের খেলোয়াড়রা। ৮৩তম মিনিটে মায়ামির জালে বল পাঠালেও ভিএআরে বাতিল হয় ন্যাশভিলের গোল।

তবে চেজ স্টেডিয়াম থেকে স্বান্তনাসূচক একটি গোলের দেখা পায় ন্যাশভিল ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। শ্যাক মুরের ক্রস থেকে মায়ামির জালে বল পাঠান স্যাম সারিজ।

এপ্রিলে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টারে মেসিদের প্রতিপক্ষ হবে এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ী এফসি সিনসিনাতি এবং মেক্সিকো লিগা এমএক্স এর বড় দল সিএফ মনটেরের মধ্যকার বিজয়ী দল। প্রথম লেগ ০-১ ব্যবধানে জিতে এগিয়ে থাকা মনটেরে আগামীকাল দ্বিতীয় লেগে আতিথ্য দেবে সিনসিনাতিকে।

গত মৌসুমে মায়ামির কাছে লিগস কাপের ফাইনালে হারার পর এবার চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টারেও মেসিদের কাছে হেরে বিদায় নিতে হলো ন্যাশভিলকে।

 

একুশে সংবাদ/এস কে

Link copied!