বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত মুখ ছিলেন রাজিয়া খাতুন। বৃহস্পতিবার হঠাৎই প্রসবপরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, বুধবার রাতে রাজিয়া ছেলে সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন এ ফুটবলার।
এ যুগে এসেও প্রসবপরবর্তী জটিলতায় কারও মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজিয়ার এমন মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত সেই বার্তায় সভাপতি কাজী সালাহউদ্দিন সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রাজিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাফুফের শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অদ্য ১৪ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার ভোর ৪ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৩ বছর।’
সেখানে আরো বলা হয়েছে, ‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন-এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।’
রাজিয়া বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। তার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।
প্রসঙ্গত, রাজিয়ার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়ন হওয়া। সেবার ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া।
এছাড়া ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন রাজিয়া।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :