আইপিএলের শুরুতে যোগ দেবেন ম্যাথু ওয়েড, এমনটি জানা গিয়েছিল আগেই। তার সেই আবেদনে সাড়াও দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
জানা গেছে, এবারের শেফিল্ড শিল্ড ফাইনাল দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইতি টানবেন ওয়েড। আগামী বৃহস্পতিবার পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাসমানিয়া। যেখানে তাসমানিয়ার হয়ে শেষবারের মতো প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে নামবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। এই ম্যাচটি তার ১৬৬তম প্রথম শ্রেণির ম্যাচ।
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের আগ মুহূর্তে নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়ে ওয়েড বলেন, ‘প্রথমত আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই আমি, লাল বলের ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া ও ক্রিকেট বিশ্বজুড়ে আমার ভ্রমণের কারণে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে স্ত্রী জুলিয়া, তিন সন্তান উইন্টার, গোল্ডি ও ডিউককে।’
তিনি আরো বলেন, ‘বড় দৈর্ঘ্যের ক্রিকেটের চ্যালেঞ্জ দারুণভাবে উপভোগ করেছি। সাদা বলের ক্রিকেট যদিও খেলে যাব, তবে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে দেশের হয়ে ব্যাগি গ্রিন ক্যাপ পরতে পারা।’
প্রসঙ্গত, ২০০৭ সালের অক্টোবরে ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ওয়েডের। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ১৬৫টি। যেখানে ১৯ সেঞ্চুরি ও ৫৪ ফিফটিতে ৪০.৮১ গড়ে তিনি রান করেছেন ৯ হাজার ১৮৩।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :