কোচ এরিক টেন হাগ জানিয়েছেন এবারের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড মার্কোস রাশফোর্ডকে ধরে রাখতে আগ্রহী। যদিও ইংলিশ এই ফরোয়ার্ডের বিদায়ে ইউনাইটেডর আর্থিক ভাবে বেশ লাভবান হতো বলেই জানা গেছে।
ফিনান্সিয়াল আইন ক্লাবের পক্ষে থাকায় রাশফোর্ডকে ছেড়ে দেবার পক্ষে অনেকেই মত দিয়েছিল। আইনানুযায়ী একাডেমী গ্র্যাজুয়েটদের ছাড়তে হলে তাদের ট্রান্সফার ফি বাবদ সংশ্লিষ্ট ক্লাব বেশ লাভবানই হয়।এই একই কারনে এবারের মৌসুমে স্ট্যামফোর্ড ব্রীজে ইংলিশ তারকা কনর গালাহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও চেলসি তাকে ছেড়ে দিতে চাইছে।
গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোর আগে ইউনাইটেডের আর্থিক পরিস্থিতি কিছুটা আগোছালো অবস্থার মধ্যে দিয়ে যাবার ইঙ্গিত রয়েছে। কিন্তু টেন হাগ জানিয়েছেন গত জুলাইয়ে চুক্তি নবায়ন করা রাশফোর্ড ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন, ‘এ বছর তাকে ছেড়ে দেবার আগ্রহ থেকে গত মৌসুমে আমরা তার সাথে চার বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করিনি। তবে তিনি আমাদের ভবিষ্যত পরিকল্পনায় আছেন। এই বিষয়টি নিয়ে আমরা খুব বেশী কথা বলতে চাইনা।
রোববার ওল্ড ট্রাফোর্ডে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। টেন হাগ আশা করছেন এই ম্যাচে দলে ফিরবেন রাসমাস হোলান্ড, হ্যারি ম্যাগুয়েরে ও এ্যারন ফন-বিসাকাকে। কাফ ইনজুরি কাটিয়ে দীর্ঘ চার মাস পর অনুশীলনে ফিরেছেন ম্যাসন মাউন্ট।
টেন হাগ বলেন, ‘আমরা একটি ভাল সপ্তাহ কাটিয়েছি। খেলোয়াড়রা সবাই চাঙ্গা আছে। হোলান্ড, ম্যাগুয়েরে, ফন-বিসাকা প্রত্যেকেই মাঠে ফিরেছেন। সবাই অনুশীলনে উজ্জীবিত আছে। আরো দু’একটা সেশন বাকি আছে। শেষ পর্যন্ত দেখা যা কে দলে ফিরতে পারে। মাউন্ট এ সপ্তাহে পরিপূর্ণ অনুশীলন করেছে। আশা করছি সে দলে ফিরবে।’
এ্যানফিল্ডে শেষ বছরটা চারটি ট্রফি জয়ের মিশনে এখনো টিকে আছে রেডস বস জার্গেন ক্লপ। অন্যদিকে টেন হাগের সামনে এই একটি শিরোপাই এখন সম্ভাবনার মধ্যে রয়েছে। প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল নয় ম্যাচে অপরাজিত থাকার ধারা নিয়ে কাল মাঠে নামবে। টেন হাগ বলেন, ‘ম্যাচটি বেশ কঠিন হবে। আমি কখনই চিন্তা করিনা কে ফেবারিট। একটি বিষয় শুধু নিশ্চিত করতে চাই ম্যাচটির জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ নিয়ে আমি কখনই ভাবিনা। নিজেদের ম্যাচের দিকে মনোযোগী হতে চাই। আমরা নিজেদের শক্তি সম্পর্কে জানি।’
ডিসেম্বরে এ্যানফিল্ডে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল। উত্তেজনার্পূণ ম্যাচটি গোলশুণ্য ড্র হয়েছিল। ক্লপ জানিয়েছেন সে ম্যাচের তুলনায় এবার তার দল ভাল করতে উন্মুখ হয়ে আছে। এ সম্পর্কে ক্লপ বলেন, ‘আমি জানিনা ডিসেম্বরের ম্যাচের পুনরাবৃত্তি হবে কিনা। আমরা সবাই মৌসুমের অন্য এক পর্যায়ে পৌঁছে গেছি। সবাই এখন শেষ মুহূর্তের অপেক্ষায় আছে। সে কারনে কেউই সুযোগ হারাতে চাইবে না।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :