বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডের আগে বাংলাদেশ শিবিরের জন্য এসেছে এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না তানজিম হাসান সাকিব।
রোববার (১৭ মার্চ) দলীয় অনুশীলন করতে গিয়ে পেশিতে চোট পান তানজিম। স্ক্যান করে জানা যায় আগামীকাল ওয়ানডেতে আর খেলার মতো অবস্থানে নেই তিনি।
টাইগার এই পেসারের না খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি জানান, ফিজিও জানিয়েছে যে তানজিম খেলতে পারবেন না। সেক্ষেত্রে তার জায়গায় কাকে রাখা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ আগামীকাল সকালে যদি অন্য কারও কিছু হয়।
উল্লেখ্য, এই সিরিজের দুই ওয়ানডেতে মোট ৪ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। ধারণা করা হচ্ছে তানজিমের অনুপস্থিতিতে তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন মুস্তাফিজুর রহমান।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :