১২১ মিনিটে আমাদ দিয়ালোর গোলেই এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড! নাটকীয়তায় ঠাসা, রোমাঞ্চে ভরা এক লড়াইয়ে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।রোববার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলকে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আতিথ্য জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা শেষে লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে এরিক টেন হাগের শিষ্যরা।
নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের ১০৫তম মিনিটে তরুণ ইংলিশ মিডফিল্ডার এলিয়টের গোলে আরও একবার এগিয়ে যায় লিভারপুল। তবে ১১২তম মিনিটে সমতা টেনে রেড ডেভিলদের জয়ের আশা বাঁচিয়ে রাখেন র্যাশফোর্ড; ম্যাকটমিনের পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।
অতিরিক্ত ত্রিশ মিনিট পেরিয়ে শুরু হলো যোগ করা সময়। সম্ভাব্য টাইব্রেকারের পথে এগিয়ে যাচ্ছিল লড়াই। আর তখনই অলরেডদের স্তব্ধ করে দিলেন আমাদ। প্রতিপক্ষের একটি কর্নার রুখে দিয়ে প্রতি-আক্রমণে ওঠে ইউনাইটেড। ক্ষিপ্র গতিতে বল পায়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন গারনাচো, এরপর তিনি বল বাড়ান পাশে আমাদকে। ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে দলকে সেমি-ফাইনালে তোলেন কোত দি ভোয়ার ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
৭ গোলের থ্রিলার শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে সেমিফাইনালের ড্রও অনুষ্ঠিত হয়ে গেল। ফাইনালে ওঠার লড়াইয়ে ইউনাইটেড পেল আসরের চমক কভেন্ট্রি সিটিকে। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে। শেষ চারের দুটিই ম্যাচই হবে আগামী ২০ এপ্রিল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :