AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মুস্তাফিজ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:২২ পিএম, ১৮ মার্চ, ২০২৪
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

আজকের ম্যাচ দিয়েই দলে ফিরেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। তানজিম সাকিবের বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছিলেন। জোড়া উইকেট শিকার করে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামাতেও সাহায্য করেছেন টাইগার এই পেসার। কিন্তু নিজের দশমতম ওভার আর করা হলো না মোস্তাফিজের। রান আপের মধ্যেই আটকে গেলেন। পরে চেষ্টা করেও আর বল করতে পারেননি। পায়ে টান লেগে থমকে দাঁড়িয়েছিলেন ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে তাকে।  জাকের আলী ও এনামুল হক বিজয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের তীব্র গরমে ক্র্যাম্পজনিত কারণেই সমস্যায় ভুগতে হয়েছে মোস্তাফিজকে। অবশ্য নিজের নবম ওভারের মাঝেই চোট পেয়েছিলেন তিনি। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।  

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। লিটন দাস বাদ পড়েছেন এ ম্যাচের আগে। তবে তার জায়গায় দলে নেয়া জাকের আলীর সুযোগ মেলেনি একাদশে। এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন লিটনের জায়গায়। চোটে ছিটকে যাওয়া তানজিম হাসানের জায়গায় দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় নেয়া হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে।

টি-টোয়েন্টিতে ৩ ম্যাচের সবগুলোতেই টস জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হলো তার উল্টোটা। ওয়ানডেতে ৩ ম্যাচেই টসে জিতলেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস।

একুশে সংবাদ/এস কে

Link copied!