পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলছে। তার মাঝেই সাজঘরে বসে ধূমপান করছেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ক্যামেরায় ধরা পড়ে গিয়েছেন বুঝে লুকিয়ে ফেলেন। ইমাদের এমন কান্ড দেখে অবাক সবাই।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাক অলরাউন্ডার ইমাদ। পিএসএলে যদিও খেলছেন তিনি। সোমবার ম্যাচ ছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের মধ্যে। সেই ম্যাচে ৩৫ বছরের ইমাদ ৪ ওভার নেন ৫ উইকেট। ইমাদের দাপটেই মহম্মদ রিজওয়ানের মুলতান থেমে যায় ১৫৯ রানে। ইমাদ ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁর এই স্পেল পিএসএলের ন’বছরের ইতিহাসে সেরা। এর আগে পিএসএলে কোনও বোলার ৫ উইকেট নিতে পারেননি।
৫ উইকেট নিয়ে সাজঘরে ফিরে সিগারেট খান ইমাদ। একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আরও চার-পাঁচ বছর ক্রিকেট খেলতে চাওয়া ইমাদের এখনও পর্যন্ত কোনও শাস্তি হয়নি।
খেলার মাঝে ধূমপান করার ঘটনা যদিও ক্রিকেটে নতুন নয়। অস্ট্রেলিয়া শেন ওয়ার্নকে দেখা গিয়েছিল সাইটস্ক্রিনের পিছনে দাঁড়িয়ে ধূমপান করতে। সে বার ১৫ বছরের একটি ছেলে তাঁর ছবি তুলেছিল। ২০০০ সালের সেই ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :