AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবসর ভেঙ্গে বাংলাদেশ টেস্টে শ্রীলংকা দলে ফিরলেন হাসারাঙ্গা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৫ পিএম, ১৯ মার্চ, ২০২৪
অবসর ভেঙ্গে বাংলাদেশ  টেস্টে  শ্রীলংকা  দলে ফিরলেন হাসারাঙ্গা

অবসর ভেঙ্গে শ্রীলংকা টেস্ট দলে ফিরলেন স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। হাসারাঙ্গাকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা। এক বছর পর দলে ফিরেছেন পেসার লাহিরু কুমারা। নতুন মুখ হিসেবে আছেন অফস্পিনার নিশান পেইরিস।

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই ২০২৩ সালের আগস্টে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মাত্র ৪ টেস্ট খেলা হাসারাঙ্গা। ৪ টেস্টে ১শ গড়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন হাসারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ৩ এপ্রিল শেষ হবার কারনে আসন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথম তিন ম্যাচ মিস করবেন হাসারাঙ্গা।ইনজুরির কারনে টেস্ট দলে সুযোগ হয়নি পেসার মিলান রথনায়েকে ও আসিথা ফার্নান্দোর।

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট শিকারের সুবাদে আবারও টেস্ট দলে সুযোগ পেয়েছেন কুমারা। গেল বছরের মার্চে ওয়েলিংটনে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি।

২০১৮ সালে টেস্ট দলে ডাক পেলেও একাদশে সুযোগ হয়নি পেইরিসের। প্রথম শ্রেনিতে সর্বশেষ ৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে ৩৭ ম্যাচে ১৫৩ উইকেট ঝুলিতে রয়েছে  পেইরিসের।

গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট দলের বেশিরভাগ খেলোয়াড়কে বাংলাদেশের বিপক্ষে সিরিজে রাখা হয়েছে। জায়গা ধরে রেখেছেন ঐ সিরিজে প্রথম ডাক পাওয়া ওপেনার লাহিরু উদারা।

ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন দলে আরও আছেন দিমুথ করুনারতেœ, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিসের মতো অভিজ্ঞরা।

আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের অংশ।

শ্রীলংকা টেস্ট দল : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারতেœ, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, হাসারাঙ্গা ডি সিলভা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।

একুশে সংবাদ/এস কে

Link copied!