AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরানো স্মৃতি তাজা করলেন রবীন্দ্র জাদেজা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৩ পিএম, ১৯ মার্চ, ২০২৪
পুরানো স্মৃতি তাজা করলেন রবীন্দ্র জাদেজা

২০২৩ সালের আইপিএলের শিরোপা ম্যাচে রবীন্দ্র জাদেজার শেষ বলে চার মারার ফলে চেন্নাই সুপার কিংস পঞ্চমবার আইপিএল শিরোপা জিতেছিল। সে বারে ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে পঞ্চমবারের মতো আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। 

শিরোপা জয়ের পর ধোনি ও জাদেজাকে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গিয়েছিল। ধোনি এতটাই খুশি হয়েছিলেন যে তিনি রবীন্দ্র জাদেজাকে কোলে তুলে নিয়েছিলেন। ধোনির এই স্টাইল খুব কমই দেখা গিয়েছে। তাই জাদজের সঙ্গে ধোনির এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। এখন আইপিএল ২০২৪ শুরু হওয়ার মাত্র ৩ দিন আগে, ধোনির সঙ্গে সেইই মুহূর্তটি স্মরণ করিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একটি ছবি পোস্ট করেছেন তিনি। জাদেজা এর ক্যাপশনও দিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ শুরু হওয়ার আগে, সিএসকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ধোনির সঙ্গে তাঁর সেই মুহূর্তটিকে স্মরণ করে একটি পোস্ট শেয়ার করেছেন। আইপিএল ২০২৩ এর ফাইনালের পরে, ধোনির একটি ছবি সিএসকে ভক্তদের জন্য নজরকাড়া ছিল। শিরোপা জেতার পর রবীন্দ্র জাদেজাকে কোলে তুলে নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এখন জাদেজা আইপিএল ২০২৪ শুরু হওয়ার আগে এই ছবিটি শেয়ার করেছেন এবং তিনি নিজেই এই ছবির সঙ্গে পোজ দিয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সুপার স্পেশাল মুহূর্ত।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২২ মার্চ থেকে আইপিএল ২০২৪ এর প্রচার শুরু করতে চলেছে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচও এটি। চেন্নাই দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। তবে চোটপ্রাপ্ত খেলোয়াড়দের নিয়ে লড়াই করছে চেন্নাই দল। ইনজুরির কারণে মরশুমের প্রথম পর্বে খেলতে পারবেন না ওপেনার ব্যাটসম্যান ডেভন কনওয়ে এবং ফাস্ট বোলার মাথিসা পথিরানা। শুধু তাই নয়, চোট পেয়েছেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানও। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে ব্যথার কারণে মাঠ ছেড়েছিলেন তিনি।


একুশে সংবাদ/এস কে

Link copied!