প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। গত নভেম্বরে জাতীয় দল সতীর্থ ফারজানা হক এবং পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে মাস সেরা ক্রিকেটারের এই পুরস্কার নিজের করে নেন তিনি।
মাস তিনেক পর অবশেষে আইসিসির সেই পুরস্কার হাতে পেলেন নাহিদা। মঙ্গলবার (১৯ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। এর আগে গত বছরের আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল।
এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শেষ পর্যন্ত ৫ উইকেটে হারলেও নাহিদা নিয়েছিলেন ৩ উইকেট। পরের ম্যাচে ১ উইকেট নিলেও নাহিদা ভাঙেন গুরুত্বপূর্ণ জুটি। পরে ম্যাচটি টাই হওয়ার পর সুপার ওভারে আবার বোলিংয়ে এসে ৭ রান দিয়ে দুটি উইকেটই নেন।
সে ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নেন নাহিদা। সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :