শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ওয়ানডে সিরিজ জয়ের পরই টেস্টের জন্য দল ঘোষণা করে বিসিবি। দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে অনুমিতভাবেই ছিলেন মুশফিকুর রহিম। তবে সিলেটে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে মিস্টার ডিপেন্ডেবলকে হারিয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক।
গতকাল শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পান তিনি। সেসময় ফিজিওর সেবা নিয়ে পুরো ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিংও করেছিলেন মুশফিক। তবে আজ জানা গেছে, এই ডানহাতি ব্যাটসম্যানের আঙ্গুলে চিড় ধরা পড়েছে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির এক সূত্রের বরাত দিয়ে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিসিবি এক সূত্র ক্রিকবাজকে জানান, ‘সে (মুশফিক) ফ্র্যাকচারের কারণে সিরিজ থেকে ছিটকে গেছে।’
চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক। আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :