প্রায় ১৫ মাস আগে যখন ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পান্থ, তখন তাকে ঘিরে উঠেছিল নানা প্রশ্ন। তার ক্রিকেট ক্যারিয়ারটাই আদৌও শেষ কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠেছিল। কোনও দিন পন্তের পক্ষে ২২ গজে ফেরা সম্ভব হবে কিনা সেই নিয়েও ছিল প্রশ্ন। তবে সব প্রশ্নের জবাব কিন্তু ২০২৪ সালের মার্চ মাসেই পেয়ে গিয়েছেন ক্রিকেট ভক্তরা। ২০২৪ আইপিএলে খেলার ছাড়পত্র পান্থকে দিয়েছিল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি অর্থাৎ এনসিএ। আর এর কয়েকদিনের মধ্যেই আইপিএল শুরুর কিছুদিন আগেই প্রত্যাশামতোই দিল্লি ক্যাপিটালস অফিসিয়ালি দলের অধিনায়কত্বের ভার তুলে দিল পান্থের হাতে।
মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের ডিসেম্বর মাসের একেবারে শেষ দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পান্থ। কোনও রকমে প্রাণে সেই যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। এরপর ২০২৩ মৌসুমে আইপিএল আর খেলা হয়নি তাঁর। গত ওডিআই বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারেননি তিনি। তাঁর লক্ষ্য ছিল ২০২৪ সালের আইপিএলের মধ্যে দিয়ে কামব্যাক করা। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছেন তিনি। আর শেষ পর্যন্ত এর সুফল পেয়েছেন পান্থ। এই বছর আইপিএলে তিনি শুধু দলে ফিরছেন না, ফিরছেন দলের অধিনায়ক হয়েই।
প্রসঙ্গত গতবছর পান্থের অনুপস্থিতিতে দিল্লি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এক বিবৃতিতে দিল্লির তরফে জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পান্থ। ১৪ মাস পরে ক্রিকেটে ফিরছেন ঋষভ পান্থ। ভাইজ্যাগে মৌসুম শুরুর আগে দিল্লি ক্যাপিটালস দলের যে অনুশীলন শিবির হয়েছিল সেখানেও উপস্থিত ছিলেন তিনি।’
বিষয়টি নিয়ে বলতে গিয়ে দলের যৌথ মালিক পার্থ জিন্দাল জানিয়েছেন, ‘আমাদের দলের অধিনায়ক হিসেবে ফের ঋষভকে পেয়ে আমরা আহ্লাদিত। ভয়ডরহীনভাব, নিষ্ঠা সবকিছুকে সঙ্গী করেই ঋষভের এই কামব্যাক সম্ভব হয়েছে। আমি মুখিয়ে রয়েছি অধিনায়ক ঋষভের প্রত্যাবর্তন দেখতে। আমি দেখতে চাই ও আমাদের দলকে নেতৃত্ব দিতে মাঠে নামছে এবং দলকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :