নতুন করে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। গতকাল মঙ্গলবার অনুশীলনে ডান হাঁটুতে চোট পেয়েছেন এই বেলজিয়ান তারকা।
এর আগে বাম হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে আগস্ট থেকে মাঠের বাইরে ছিলেন কুর্তোয়া। মৌসুমের শেষ কয়েক সপ্তাহ আগে তিনি মাঠে ফেরার আশা করেছিলেন।
এক বিবৃতিতে মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে কোর্তোয়ার ডান হাঁটুর মেনিসকাসের অভ্যন্তরে আঘাত লেগেছে।’
মৌসুমের শেষ পর্যন্ত মাদ্রিদের হয়ে আর মাঠে নামান হচ্ছে না কোর্তোয়ার। ইতোমধ্যেই আসন্ন ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বেলজিয়াম দল থেকেও তিনি ছিটকে গেছেন।
কোর্তোয়ার অনুপস্থিতিতে সম্প্রতি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির বিবেচনায় দলের প্রথম গোলরক্ষক হিসেবে নিজেকে ভালই প্রমান করে চলেছেন ইউক্রেনিয়ার আন্দ্রি লুনিন। চেলসি থেকে ধারে খেলতে আসা কেপা আরিজাবালাগার স্থানে লুনিনই কোচের আস্থা অর্জন করেছেন।
লা লিগার শীর্ষে থাকা মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :