AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক বছরের কারাদণ্ডে দণ্ডিত বার্সেলোনার সাবেক ফুটবলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৪৭ পিএম, ২০ মার্চ, ২০২৪
এক বছরের কারাদণ্ডে দণ্ডিত বার্সেলোনার সাবেক ফুটবলার

বিশ্ব ফুটবলে কর ফাঁকি দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। নেইমার থেকে শুরু করে অনেক তারকা ফুটবলারই এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এবার তেমনই এক অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্দা তুরান।

তুরানকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সাবেক এই তুর্কি মিডফিল্ডারকে এজন্য জেল খাটতে হবে না। স্পেনের আইন অনুযায়ী কোনো মামলায় একজন ব্যক্তি প্রথমবারের মতো দুই বছরের নিচে দণ্ড পেলে সেটি বাতিল করা যায়। এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তাসংস্থা এপি।

তুরানের বিরুদ্ধে ২০১৫ ও ২০১৬ সালে কর ফাঁকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। যে কারণে তাকে ৬ লাখ ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ২০১৫ সালে তিনি আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। এরপর ক্লাবটির হয়ে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন।

বার্সেলোনায় থাকাকালে দলের হয়ে মাঠের পারফরম্যান্সে তুরানের দারুণ অবদান ছিল। পরবর্তীতে তিন বছরের কাতালান অধ্যায় শেষ করে তুর্কি এই মিডফিল্ডার লোনে বাসাকসেহিরে যোগ দেন। এরপর ২০২২ সালে পেশাদার ফুটবল থেকে অবসরের আগ পর্যন্ত খেলেছেন আরেক স্বদেশি ক্লাব গ্যালাতাসারের হয়ে।

গত এক দশকে স্পেনে অনেক তারকা ফুটবলারই একইরকম মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন হাল আমলের দুই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও। এমনকি সেই তালিকায় আছে কিংবদন্তি কোচ জোসে মরিনিয়োর নামও।

তবে তুরানের মতোই এসব কোচ–খেলোয়াড়দেরও কাউকে জেল খাটতে হয়নি। কিছুদিন আগে একইরকম কর ফাঁকির মামলায় অভিযুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে দুটি অপরাধে অভিযুক্ত থাকার কথা দাবি করে মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে। যেখানে তারা ২০১৪-১৫ মৌসুমে সম্পদের ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির দাবি তুলেছে আনচেলত্তির বিরুদ্ধে।
 

একুশে সংবাদ/এস কে

Link copied!