AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছসিত গোমেজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩২ পিএম, ২১ মার্চ, ২০২৪
জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছসিত গোমেজ

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের জাতীয় দলে ডাক পেয়েছেন লিভারপুল ডিফেন্ডার জো গোমেজ। এর মাধ্যমে ইনজুরি আক্রান্ত ক্যারিয়ার যে হুমকির মুখে পড়েছিল তা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন গোমেজ। একইসাথে মানসিকভাবেও নিজেকে চাঙ্গা করে তুলতে পারবেন বলেই তিনি বিশ্বাস করেন।ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটানোর পুরস্কার হিসেবেই আন্তর্জাতিক দলে ফিরতে পেরেছেন  গোমেজ। ইউরো ২০২৪’র দলেও তার ডাক পাবার সম্ভাবনা রয়েছে। যে কারনে ক্যারিয়ারে প্রথমবারের মত বড় কোন টুর্ণামেন্টে খেলার সম্ভাবানও তৈরী হয়েছে। 

২০২০ সালের নভেম্বরে ইংল্যান্ডের বাইরে একটি অনুশীলন সেশনে গোমেজ হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন। এতে তার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। যে কারনে ঐ সময় তাকে আট মাসের জন্য মাঠের থেকে ছিটকে যেতে হয়েছিল।

আবারো সেই অনুশীলন মাঠে ফিরতে পারার অনুভূতি কি, এমন প্রশ্নের উত্তরে গোমেজ বলেছেন, ‘আমি যদি বলি আমার মানসিক যন্ত্রনা হয়নি, তাহলে মিথ্যে বলা হবে। অনুশীলন পিচ থেকে আমাকে এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই দু:সহ স্মৃতি আমার এখনো মনে আছে। গতকাল আমি আবারো অনুশীলন করেছি। ঐ কালো অধ্যায়ের সমাপ্তি করতে পেরেছি, এতে আমি দারুন খুশী। এখানে অতি নাটকীয়তার কিছু নেই। সবাই ইনজুরিতে পড়ে। এটা খেলারই একটি অংশ। কিন্তু হঠাৎ করে এত বড় দূর্ঘটনা সব কিছু পাল্টে দেয়। তার উপর যদি মনে হয় আর কখনো মাঠে ফেরা হবে না তবে এর থেকে বড় মানসিক কষ্ট আর নেই।’

ক্যারিয়ারের শুরুতে গ্যারেথ সাউথেগেটের ফেবারিট খেলোয়াড় হিসেবে বিবেচিত হতেন গোমেজ। ইংলিশ এই বসের অধীনে অনুর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলেছেন গোমেজ। ২০১৭ সালে সাউথেগেটের অধীনেই ২৬ বছর বয়সী গোমেজের প্রথম সিনিয়র দলে আন্তর্জাতিক অভিষেক হয়।

গোমেজ বলেন, ‘গ্যারেথের আমার দারুন সুসম্পর্ক রয়েছে। অনুর্ধ্ব-২১ দল থেকে আমি গ্যারেথের সাথে লম্বা সময় পার করেছি। জাতীয় দলেও আমার অভিষেক তার হাত ধরেই হয়েছে। আবারো তার কাছে ফিরতে পারা সত্যিই বিশেষ কিছু। ব্যক্তিগত ভাবে গ্যারেথ সকল খেলোয়াড়দের সাথে সবসময়ই সম্পর্ক বজায় রাখে। এটা একজন খেলোয়াড়ের জন্য অনেক বড় একটি অর্জন।’

আন্তর্জাতিক অঙ্গন থেকে গোমেজের অনুপস্থিতির সময়টাতে ইংল্যান্ড নিয়মিত ভাবেই বড় টুর্নামেন্টগুলোতে ভাল করেছে। কোভিড পরবর্তী ইউরো ২০২০’এ ফাইনালে খেলার মাধ্যমে ৫৫ বছরের মধ্যে প্রথম কোন বড় টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করেছে। ২০২২ বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে অল্পের জন্য ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়।

ইন-ফর্ম হ্যারি কেন ও জুড বেলিংহামদের নিয়ে সাজানো ইংল্যান্ডকে এবার জার্মানীর ইউরো চ্যাম্পিয়নশীপে শিরোপার অন্যতম দাবীদার হিসেবে মানা হচ্ছে।

গোমেজ জানিয়েছেন দুর থেকে দলের এই উন্নতি দেখে তার মধ্যে নিজেকে দলের একজন হিসেবে নিয়োজিত করার আকাঙ্খা আরো বেড়েছে। এ সম্পর্কে তিনি বলেন, ‘চার বছর অনেক লম্বা সময়। ঐ সময় আমি শুধুই দলে ফিরতে চেয়েছি। দলের উন্নতি ঘরে বসে দেখেছি। ছোট বয়সে যেভাবে ইংল্যান্ডের ম্যাচগুলো উপভোগ করতাম ঠিক সে ধরনের একটি অনুভূতি আমার মধ্যে এসেছে। আবারো এখানে ফিরতে পারাটা স্বপ্নের মত ছিল। এখন শুধুই আমার নিজেকে প্রমানের অপেক্ষা।’

শনিবার প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ব্রাজিল। এর তিনদিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ইউরো স্কোয়াড ঘোষনার আগে সর্বশেষ এই দুটি প্রীতি ম্যাচই ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে।

একুশে সংবাদ/এস কে


 

Link copied!