AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানালেন ফিলিস্তিন অধিনায়ক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২০ পিএম, ২১ মার্চ, ২০২৪
বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানালেন ফিলিস্তিন অধিনায়ক

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ফিলিস্তিন ফুটবল দল। শক্তিমত্তার বিচারে জামালদের চেয়ে অনেক এগিয়ে ফিলিস্তিন। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচে ইতিবাচক ফলাফলের জন্য মাঠে নামবে লাল সবুজেরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে সমর্থন জানানোর জন্য বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অধিনায়ক মুসাব আল-বাত্তাত।

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও দেশটির প্রতিটি নাগরিক ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে তাদের জনগণের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। যাই হোক, কালকের ম্যাচটি তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ম্যাচটা আমাদের জন্য জিতে ৩ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

শক্তি ও সামর্থ্যের দিক থেকে মধ্যপ্রাচ্যের দেশটি ৮৬ ধাপ এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে তাদের রয়েছে বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা। কারণ বাংলাদেশ সবসময় স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থনের পাশাপাশি ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিন ভূখণ্ড দখলের অবসান দাবি করে আসছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনাও করে আসছে বাংলাদেশ।

এদিকে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘কালকে (আজ) আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই খুব ইতিবাচক। আমরা একটা ভালো ফল চাই বলেই লম্বা অনুশীলন করেছি। আমরা জানি ফিলিস্তিন কতটা ভালো দল। তারা এশিয়ান কাপে অনেক ভালো খেলেছে। গ্রুপের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হচ্ছে।’

একুশে সংবাদ/এস কে

Link copied!