AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপেক্ষার অবসান হলোনা সান মারিনোর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১৮ পিএম, ২৫ মার্চ, ২০২৪
অপেক্ষার অবসান হলোনা সান মারিনোর

দীর্ঘ ২০ বছরের জয়খরা কাটানোর সুযোগ কাজে লাগাতে পারেনি সান মারিনো। সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোববার গোলশুণ্য ড্র করে আবারো হতাশ হয়েছে  সান মারিনো।দীর্ঘ ১৭ বছর ধরে সান মারিনো জাতীয় দলে খেলছেন মাত্তেও ভিতাইওলি। এ পর্যন্ত সর্বোচ্চ ৯১টি ম্যাচ খেলা বর্তমান অধিনায়ক ক্যারিয়ারে এখনো পর্যন্ত কোন জয়ের দেখা পাননি।বিশ্বে এমন ঘটনা বিরল।

দুই দশকে ১৩৬ ম্যাচে সান মারিনো শুধু পরাজয়ই দেখেছে। আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম ছোট এই দেশটি মাত্র এক ম্যাচে  জয়ী হয়েছিল ২০০৪ সালে।  

নিজেদের ইতিহাসে সান মারিনো জয়ের দেখা পেয়েছে মাত্র একবার। ২০০৪ সালের ২৮ এপ্রিল সেই ম্যাচে লিখটেস্টেইনের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল সান মারিনো। সেদিন সান মারিনোর হয়ে একমাত্র গোলটি করেছিলেন অ্যান্ডি সিলভা। যিনি ৮ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও।

বিশ্বের পঞ্চম ছোট দেশ সান মারিনোকে চারদিকে ঘিরে আছে ইতালি। দেশটির জনসংখ্যাও মাত্র ৩৩ হাজার। এমনকি ৬১ বর্গকিলোমিটার আকৃতির দেশটি আকারে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অর্ধেকের মতো। ফিফা র‍্যাঙ্কিংয়ে তাকালে দেখা যাবে এটি ফুটবল বিশ্বের সবচেয়ে বাজে দল। ২০৩টি ম্যাচের মধ্যে ১৯৭টি ম্যাচেই হেরেছে তারা। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দেশ হিসেবে ২১০ নম্বরে অবস্থান করছে সান মারিনো।

এর আগে ক্যারিবিয়ান প্রতিপক্ষের বিপক্ষে গত বুধবার ৩-১ গোলে পরাজিত হয়েছিল সান মারিনো।গতকালকের ম্যাচটি থেকে অন্তত তারা একটি সান্তনা পেতেই পারে। নিজেদের ফুটবলীয় ইতিহাসে এটি তাদের ১০ম ড্র।

একুশে সংবাদ/এস কে

Link copied!