বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হল। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে যত রান হল, সেই রান আগে কোনওদিন বিশ্বের কোনও প্রান্তের টি-টোয়েন্টি ম্যাচে হয়নি।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দু`দল মিলিয়ে ৫২৩ রান করল। তার ফলে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ৫১৭ রান উঠেছিল, সেটার রেকর্ড ভেঙে গেল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২৭৭ রান তোলে সানরাইজার্স।
জবাবে পাঁচ উইকেটে ২৪৬ রান করে মুম্বাই। অন্যদিকে, এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার নজিরও তৈরি হল হায়দরাবাদে। হায়দরাবাদের ম্যাচে ৪০ ওভারে মোট ৩৮টি ছক্কা হাঁকানো হয়েছে। যা আইপিএল তো বটেই, পুরো বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।
সার্বিকভাবে টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান
১) ৫২৩ রান: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪ সাল।
২) ৫১৭ রান: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩ সাল।
৩) ৫১৫ রান: মুলতান সুলতানস বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, ২০২৩ সাল।
৪) ৫০৬ রান: সারে বনাম মিডলসেক্স, ২০২৩ সাল।
৫) ৫০১ রান: টাইটানস বনাম নাইটস, ২০২২ সাল।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়
১) ২২২/৬: ২০২০ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছিল রাজস্থান রয়্যালস।
২) ২১৯/৬: ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
৩) ২১৭/৭: ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমান দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে জিতেছিল রাজস্থান রয়্যালস।
৪) ২১৭/৬: ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
৫) ২১৬/৪: ২০২৩ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স।
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে সর্বোচ্চ রান
১) ২৭৭/৩: বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
২) ২৭৩/২: ২০২২ সালে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে করেছিল মেলবোর্ন স্টারস।
৩) ২৭১/৩: ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নাইটসদের বিরুদ্ধে করেছিল টাইটানস।
আইপিএলের ইতিহাসে দ্রুততম ২০০ রান (দলগত)
১) ১৪.১ ওভার: ২০১৬ সালে পাঞ্জাব কিংসের (তৎকালীন নাম কিংস ইলেভন পাঞ্জাব) বিরুদ্ধে ১৪.১ ওভারে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আগে নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)।
২) ১৪.৪ ওভার: বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০০ রান করে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ।
৩) ১৫.৫ ওভার: ২০১৩ সালে পুণে ওয়ারির্সের বিরুদ্ধে সেই নজির গড়েছিল আরসিবি।
৪) ১৫.৫ ওভার: ২০২৩ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫.৫ ওভারে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেছিল লখনউ সুপার জায়ান্টস।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :