AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে কারণে জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:৪৬ পিএম, ২৯ মার্চ, ২০২৪
যে কারণে জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হাঁটু ও কাঁধে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। এ কারণে ম্যাচটিতে ব্যাটিং না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই চোটের কারণেই ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলা হচ্ছে না বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটারের।

আগামী মে মাসে ঘরের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজেও সৌম্যর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা।

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সৌম্য। এ সময় হাঁটু ও কাঁধে আঘাত পান তিনি। চোটের কারণে সেই ম্যাচে ব্যাট হাতে নামা হয়নি তার। তার কনকাশন বদলি হিসেবে সেদিন ওপেনিংয়ে নামেন তানজিদ তামিম।

জানা গেছে, চলমান ডিপিএলে আর খেলার সম্ভাবনা নেই সৌম্যর। শ্রীলংকা সিরিজে পাওয়া চোট থেকে সেরে উঠতে এই বাঁহাতি ব্যাটারের অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে। স্বাভাবিকভাবেই মে’তে অনুষ্ঠেয় জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।


একুশে সংবাদ/এস কে

 

Link copied!