AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোহলি না গম্ভীর শেষ হাসি কার?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৬ পিএম, ২৯ মার্চ, ২০২৪
কোহলি না গম্ভীর শেষ হাসি কার?

শুক্রবার ২০২৪ আইপিএলের দশ নম্বর ম্যাচে আইকনিক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিঃসন্দেহে এই লড়াই ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে এই লড়াইয়ের উত্তাপ আর বাড়াচ্ছেন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। দুই তারকার মধ্যে যুযুধান দ্বৈরথ এই ম্যাচের পারদ আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের এবং কেকেআর-এর প্রাক্তন পেসার বরুণ অ্যারনও একটি রগরগে লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন। আর সেই লড়াইটা যতটা ২২ গজে হবে, ততটাই মাঠের বাইরেও থাকবে।

গতবার আইপিএলে দুই তারকার মধ্যে তুমুল ঝামেলা হয়েছিল। সেই রেশ এখনও মেটেনি। আর এই উত্তাপ ছড়িয়ে পড়েছে শুক্রবারের আরসিবি বনাম কেকেআর-এর লড়াইয়েও। গত বছর গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। এই বছর তিনি দল বদলে যোগ দিয়েছেন কেকেআর-এ। তাই শুক্রবার কি ফের ঝামেলা লাগতে পারে? বরুণ অ্যারন কিন্তু দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলার ইতিহাস কিন্তু আরও একবার তুলে ধরেছেন। গম্ভীর এবং বিরাটের মধ্যে প্রথম বার গন্ডগোল হয়েছিল ২০১৩ সালে। তখন আরসিবি-র অধিনায়ক ছিলেন বিরাট। কেকেআরের অধিনায়ক গম্ভীর। ১০ বছর পরেও তাঁদের সম্পর্ক যে ঠিক হয়নি, তা বোঝা গিয়েছিল লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচে।

বরুণ অ্যারন স্টার স্পোর্টসে বলেছেন, ‘বাউন্ডারি লাইনের বাইরের লড়াই দেখার জন্য উদগ্রীব হয়ে থাকব। আরসিবি ডাগ আউটের পাশেই বাউন্ডারি লাইনের ধারে থাকবেন গম্ভীর। জানি না, কী ঘটবে। সকলেই জানেন, বিরাট কেমন! সব সময়ে ও নিজের মধ্যে আগুন রাখতে পছন্দ করে। আর ও কেকেআর ডাগ আউটের দিকে তাকালেই চার্জড আপ হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ার তারকা স্টিভ স্মিথও বলেছেন, সকলের নজর থাকবে দুই তারকা-কোহলি এবং গম্ভীরের দিকে। তাঁর দাবি, ‘দেখার মতো দারুণ একটা লড়াই হতে চলেছে। শত্রুতা এবারও আলাদা কিছু হবে না। আমি দেখার অপেক্ষায় রয়েছি। শেষ ম্যাচে অনবদ্য খেলেছে বিরাট। দুরন্ত ফর্মে থাকার বার্তা দিয়েছে। আমি মুখিয়ে রয়েছি এই লড়াইয়ের জন্য।’

কলকাতার প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকও দু’জনের লড়াই দেখার অপেক্ষায়। তিনি নিজেই আরসিবি দলে রয়েছেন। কার্তিক বলেছেন, ‘শুক্রবার বিরাট বনাম গম্ভীর। এই লড়াইয়ের দিকেও নজর থাকবে। সেই সঙ্গে মিচেল স্টার্ক বনাম গ্লেন ম্যাক্সওয়েল হবে। বরুণ চক্রবর্তীর সঙ্গে আমার লড়াই হবে।’


একুশে সংবাদ/এস কে

 

Link copied!