দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে জীবন দুইবার জীবন পেয়ে ফিফটি করেছেন দিমুথ করুণারত্নে। এতে দেড়শো রান পেরিয়েছে লঙ্কানদের দলীয় সংগ্রহ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ এক উইকেটে ১৫৫ রান। করুণারত্নে ৮১ ও ৫০ রানে অপরাজিত আছেন মেন্ডিস।
শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি ধনঞ্জয়া ডি সিলভা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। ইনিংসের শুরুতেই জীবন পান মাদুস্কা।
ষষ্ঠ ওভারে অভিষিক্ত হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি মাদুস্কার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ওঠে। কিন্তু সেটি হাতে জমাতে পারেননি জয়। ৯ রানে বেঁচে যান মাদুস্কা।
এরপর ১৬তম ওভারে দারুণ ফিল্ডিংয়ে বল ধরলেও স্টাম্প ভাঙতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ফলে ১৮ রানে বেঁচে যান করুণারত্নে।
পরে ধীরে ধীরে রানের গতি বাড়িয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক স্পর্শ করেন মাদুস্কা। যদিও ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ম্যাচের ২৯তম ওভারে করুণারত্নের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন। হাসান মাহমুদের দুর্দান্ত থ্রোতে স্ট্যাম্প ভাঙেন লিটন।
এখন কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে দলীয় ইনিং এগিয়ে নিচ্ছেন করুণারত্নে। সেই সঙ্গে ৫০ রানের জুটিও করেছেন তারা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :