চলতি আইপিএলে শুরুটা মন্দ হয়নি গুজরাট টাইটান্স দলের। ইতিমধ্যেই তারা ৩ টি ম্যাচ খেলে ফেলেছে। জয় এসেছে দু`টিতে। হারতে হয়েছে একটি ম্যাচে। নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ধীরে ধীরে যেন বিপজ্জনক হয়ে উঠছে গুজরাট টাইটান্স।
রবিবার ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে গুজরাট টাইটান্স দল। দল ভালো ফর্মে থাকলেও, এই মৌসুমে গুজরাট বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না। গোটা মৌসুম থেকে ছিটকে গিয়েছেন বোলিং বিভাগে গুজরাটের বড় ভরসা পেসার মহম্মদ শামি। তাঁর পায়ে অস্ত্রোপচারের কারণেই ছিটকে যেতে হয়েছে তাকে। এই মুহূর্তে ধীরে ধীরে ফিট হয়ে ওঠার লড়াই শুরু করেছেন তিনি। বাড়িতে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে গুজরাটের জন্য। আর তাই রবিবার ব্যান্ডেজ বাঁধা পা নিয়েই বিছানায় শুয়ে থেকেই গুজরাট টাইটান্সকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
গুজরাট দল রবিবার নিজেদের ঘরের মাঠ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের। আর সেই দিনই ম্যাচের আগে গুজরাট দলকে শুভেচ্ছা জানান শামি। আর শামির সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। উল্লেখ্য গত ওডিআই বিশ্বকাপে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শামি। সেই বিশ্বকাপে চোট নিয়েই টুর্নামেন্টে খেলা চালিয়ে গিয়েছিলেন শামি। এর পর ১৯ নভেম্বর ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনাল শেষের পর থেকেই ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন শামি। তাঁর গোড়ালিতে চোটের সমস্যা রয়েছে। সেই কারণে অস্ত্রোপচারও করা হয়েছে শামির।
তার ডান পায়ে এখনও ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তিনি সেই অবস্থাতেই তার কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন। সেই সঙ্গে গুজরাট দলকে শুভেচ্ছা ও জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘গুজরাট টাইটান্স দলের জন্য আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের জন্য আমার শুভ কামনা পাঠাচ্ছি।’
ছবিতে দেখা গিয়েছে তাঁর ব্যান্ডেজ বাঁধা ডান পায়ের তলাতে দেওয়া রয়েছে বালিশ। একটি টি শার্ট এবং বারমুডা পরে খাটের উপর পিঠের দিকে বালিশের সাপোর্ট নিয়ে অর্ধ শোয়া অবস্থায় রয়েছেন শামি। মাথায় তার রয়েছে একটি টুপি এবং হাতে রয়েছে ল্যাপটপ। ঘটনাচক্রে শামির গুজরাটকে শুভেচ্ছা জানানোর দিনেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় জয় পেয়েছে গুজরাট টাইটান্স দল। সাত উইকেটে হায়দরাবাদ দলকে হারিয়েছে গুজরাট।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :