AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিফটির পর সাজঘরে ফিরলেন জাকির


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৪৪ এএম, ১ এপ্রিল, ২০২৪
ফিফটির পর সাজঘরে ফিরলেন জাকির

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা। চলমান টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। যেখানে দিনের শুরুতেই ফিফটি করেন টাইগার ওপেনার জাকির হাসান। তবে অর্ধ শতকের ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি এ ব্যাটার। 

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৯৬ রান। নিজেদের প্রথম ইনিংসে ৫৩১ রানে অলআউট হয়েছে শ্রীলংকা। ৪৩৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

১ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগেরদিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই আপন ছন্দে এগোতে থাকেন দুই ব্যাটার জাকির হাসান ও তাইজুল ইসলাম।

লঙ্কান বোলারদের তোপ সামলে তৃতীয় দিন প্রায় দেড় ঘণ্টা কাটিয়ে দেয় জাকির-তাইজুল জুটি। তবে ৩৩তম ওভারে জাকিরের স্ট্যাম্প উপড়ে ফেলেন বিশ্ব ফার্নান্দো। সাজঘরে ফেরার আগে ৫৪ রান করেন তিনি।

এরপর ক্রিজে আসেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিচ্ছেন আগের দিন নাইটওয়াচম্যান হয়ে আসা তাইজুল।

তাইজুল ১৬ ও ০ রানে অপরাজিত আছেন শান্ত। 

এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলাতে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে লম্বা সময় রানের দেখা না পাওয়া এই ক্রিকেটার চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ২১ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি।

এর আগে ছয় ফিফটিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে শ্রীলংকা। নিশান মাদুশকা, করুণারত্নে, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভার অর্ধশতকে ভর করে ৫৩১ রান সংগ্রহ করে সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। অভিষিক্ত হাসান মাহমুদ পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ।

 

একুশে সংবাদ/এস কে

 

Link copied!