বুধবার বিশাখাপত্তমে কেকেআরের কাছে উড়ে গেছে দিল্লি। আগে বল করে ২৭২ রান হজম করেছে দলটি। জবাবে গুটিয়ে গেছে মাত্র ১৬৬ রানে। সেই হারের পর আরো বড় ধাক্কা অপেক্ষা করেছিল রিশাভ পান্ট এবং গোটা দলের জন্য।
পান্টকে মোটা অর্থ জরিমানা করেছে বিসিসিআই। সতীর্থদেরও জরিমানা দিতে হবে। চলতি আইপিএলে দ্বিতীয়বার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেতে হচ্ছে পান্টের দলকে।
বোর্ডের বিবৃতি অনুযায়ী, পান্টকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটি কম হবে, সেই টাকা জরিমানা দিতে হবে।
একই আসরে দু’বার নিয়ম ভাঙার জন্য পান্টকে এত বড় শাস্তি পেতে হচ্ছে। এর আগে ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও মন্থর ওভার রেটের জন্য পান্টকে জরিমানা করা হয়েছিল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :