খেলার আকর্ষণ বাড়াতে ‘চিয়ার লেডিদের’ ব্যবস্থা করা হয়। ম্যাচের বিশেষ মুহূর্তে তারা খেলোয়াড় ও দর্শকদের আনন্দিত করে থাকেন। তবে নিজেদের খেলোয়াড়দের জন্য বাড়তি সুবিধা দিয়ে থাকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
যেন খেলোয়াড়রা মাঠে তাদের সেরা পারফরম্যান্সটা উপহার দিতে পারেন।বিশ্বকাপ কিংবা বড় কোনো টুর্নামেন্টে ইংলিশ খেলোয়াড়দের সঙ্গে তাদের স্ত্রী ও প্রেমিকারা অংশ নেয়। এটা ইংলিশদের সংস্কৃতির অংশ। যাদের ওয়াগ (WAG) বলা হয়। টুর্নামেন্ট জুড়ে স্বামী ও প্রেমিককে সমর্থন দেওয়ায় তাদের কাজ।
সবশেষ কাতার বিশ্বকাপেও উপস্থিত ছিলেন ইংলিশ ফুটবলারদের ওয়াগরা। জানা গেছে, আগামী জুনের ইউরোতেও তারা উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে নিরাপত্তা দুশ্চিন্তা ঢুকে গেছে তাদের মাথায়।
জার্মানিতে আগামী ১৪ জুন শুরু হওয়া আসরে সন্ত্রাসী হামলার হুমকি পাওয়া গেছে। জার্মান সরকার এই সন্ত্রাসী হামলার হুমকিতে দর্শকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। রাশিয়ার মস্কোয় সন্ত্রাসী হামলায় ১৩৭ জন নিহত হওয়ার ঘটনায় ওই দুশ্চিন্তা বেড়ে গেছে।
জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় নিরাপত্তা ঝুঁকির চিন্তা ঢুকেছে ইংলিশ ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের মাথায়ও। যে কারণে এরই মধ্যে বেশ ক’জন ফুটবলারের স্ত্রী ও প্রেমিকা নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার কথা চিন্তা করছেন। যাতে খরচ হবে কোটি টাকার ওপরে।
সংবাদ মাধ্যমের তথ্য বলছে, এই নিরাপত্তার জন্য ইউরোর গ্রুপ পর্ব পর্যন্ত ইংলিশ ওয়াগদের খরচ করতে হবে আনুমানিক ৮২ হাজার ডলার বা প্রায় ৮৯ লাখ টাকা। ইংল্যান্ড যদি গত আসরের মতো ফাইনালে যেতে পারে তবে খরচ গিয়ে দাঁড়াবে ১ লাখ ২৬ হাজার ডলারে বা প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকায়।
এবারই প্রথম নয়, এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইংলিশ ফুটবলারদের পাশাপাশি তাদের স্ত্রী ও প্রেমিকাদের নিরাপত্তা দিয়েছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নিয়োগ দেওয়া নিরাপত্তা দল। কিন্তু এবার হ্যারি মাগুইরে, জর্ডান পিকফোর্ডদের স্ত্রীরা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার কথা ভাবছেন। তাদের সঙ্গে আছেন আরো ক’জন ফুটবলারের স্ত্রী ও প্রেমিকা।
এই নিরাপত্তার জন্য ইউরোর গ্রুপ পর্ব পর্যন্ত ইংলিশ ওয়াগদের খরচ করতে হবে আনুমানিক ৮২ হাজার ডলার বা প্রায় ৮৯ লাখ টাকা। ইংল্যান্ড যদি গত আসরের মতো ফাইনালে যেতে পারে তবে খরচ গিয়ে দাঁড়াবে ১ লাখ ২৬ হাজার ডলারে বা প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকায়। ইংলিশ ফুটবলারদের জন্য অবশ্য এটা কোন অর্থই নয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :