আজ ০৬ এপ্রিল ২০২৪ইং তারিখ জাতীয় ক্রীড়া দিবস এবং International Day of Sport for Development and Peace. বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটির ১ম কর্মসূচী হিসাবে সকাল ০৯:৩০ ঘটিকায় অলিম্পিক ভবন প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত বাজানোর মধ্যে দিয়ে পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ, জাতিসংঘ, আইওসি, ওসিএ এবং বিওএ-র পতাকা উত্তোলন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা, জাতিসংঘের পতাকা উত্তোলন করেন লে. জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), সহ-সভাপতি, বিওএ, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার পতাকা উত্তোলন করেন বিওএ’র উপ-মহাসচিব জনাব আশিকুর রহমান মিকু, আইওসির পতাকা উত্তোলন করেন জনাব আসাদুজ্জামান কোহিনুর, সদস্য, বিওএ এবং বিওএ’র পতাকা উত্তোলন করেন মহাপরিচালক ব্রিগে জেনা এম সামছ এ খান, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জি, পিএইচডি (অব.)।
পরবর্তীতে সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় পর্যায়ে আয়োজিত শোভাযাত্রায় যোগদানের জন্য বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিওএ’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিওএ ভবন হতে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে গমণ করেন।
র্যালিটি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু করে হাইকোর্ট/শিক্ষা ভবন হয়ে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিওএ’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিওএ’র সরবরাহকৃত টি-শার্ট পরিধান করে উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :