গ্রামাঞ্চলের মহিলাদের সমর্থন জানিয়ে শনিবার সম্পূর্ণ গোলাপি পোশাক পরেছে রাজস্থান রয়্যালস। জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে রাজস্থান বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচের টসের সময় সেই দুর্দান্ত উদ্যোগের বিষয়ে জানান সঞ্জয় মঞ্জরেকর।
কিন্তু তারপরই এমন একটি মন্তব্য করেছেন, যে কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল তোপের মুখে পড়লেন ভারতের সাবেক অধিনায়ক তথা ধারাভাষ্যকার। তাঁকে রীতিমতো তুলোধোনা করেছেন নেটিজেনদের একাংশ। মহিলাদের জন্য রয়্যালসের সেই বিশেষ উদ্যোগের বিষয়টি জানানোর পরে মঞ্জরেকর বলেন, ‘এবার সিরিয়াস বিষয়ে আসা যাক।’ আর ওই মন্তব্যের জেরেই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন মঞ্জরেকর।
শনিবার জয়পুরে টসের সময় মঞ্জরেকর বলেন, ‘টসের আগে এখানে একটা বিশেষ অনুষ্ঠান হবে। রাজস্থান রয়্যালসের জন্য একটা বিশেষ দিন এটা। সঞ্জু স্যামসন এবং তাঁর রাজস্থান রয়্যালস দল আজ পুরো গোলাপি পোশাক পরবে। এটা ওদের পিঙ্ক প্রমিস কর্মসূচির অন্তর্গত। এই কর্মসূচির মাধ্যমে রাজস্থানের গ্রামাঞ্চলে যে মহিলারা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন, তাঁদের সম্মান প্রদর্শন করা হবে।’
তিবি আরও বলেন, `সেই বিষয়টি স্মরণীয় করে রাখতে অধিনায়কদের হাতে সোলার ল্যাম্প তুলে দেওয়া হবে। থাবড়ি দেবীর থেকে সেটি নেবেন সঞ্জু স্যামসন। থাবড়ি দেবীজির জন্য জোরে হাততালি হোক। আরসিবির ক্যাপ্টেনের হাতে সেই সোলার ল্যাম্প তুলে দিচ্ছেন সঞ্জু স্যামসন। আপনারা সোলার ল্যাম্পটা দেখতে পাচ্ছেন। এটা রাজস্থান রয়্যালসের পিঙ্ক প্রমিস কর্মসূচির অন্তর্গত। এবার সিরিয়াস বিষয়ে আসা যাক।’
আর `এবার সিরিয়াস বিষয়ে আসা যাক’ মন্তব্যের জন্যই সোশ্যাল মিডিয়ায় তুমুল রোষের মুখে পড়েছেন মঞ্জরেকর। এক নেটিজেন বলেন, ‘টসের আগে রাজস্থান রয়্যালসের পিঙ্ক প্রমিস কর্মসূচির ব্যাখ্যা করলেন সঞ্জয় মঞ্জরেকর। যে উদ্যোগটা নেওয়া হয়েছে রাজস্থানের মহিলাদের ক্ষমতায়নের জন্য। আর সেটার শেষে মঞ্জরেকর বললেন, এবার সিরিয়াস বিষয়ে আসা যাক।’
অপর একজন বলেন, `সঞ্জয় মঞ্জরেকর, আপনার ঠিকমতো আচরণ করতে শেখা উচিত।` উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচের টসের যখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়াকে বিদ্রূপ করা হয়েছিল, তখন দর্শকদের ঠিকমতো আচরণ করতে বলেছিলেন মঞ্জরেকর। সেই রেশ ধরেই ওই নেটিজেন পালটা আক্রমণ শানিয়েছেন মঞ্জরেকরকে। আরও এক নেটিজেন বলেন, ‘ঠিকমতো ব্যবহার করুন সঞ্জয় মঞ্জরেকর।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :