লিগামেন্টের চোট নিয়েই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে খেলেছেন তাইজুল ইসলাম। এই চোটের কারণে টি-২০ বিশ্বকাপের দলে বিবেচনায় থাকছেন না তিনি।
ক’দিন আগে টি-২০ বিশ্বকাপের ভাবনায় ঢাকার যুক্তরাষ্ট্র অ্যাম্বাসিতে ভিসা প্রক্রিয়ার কাজে যান তাইজুল। এরই মধ্যে জানা গেল, তাইজুল যে ধরনের চোট পেয়েছেন তাতে মাস তিনেক মাঠের বাইরে থাকতে হবে তাদের। এমনটি হলে আসন্ন টি-২০ বিশ্বকাপে তাইজুলের খেলার সম্ভাবনা নেই।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাইজুল ও সৌম্যর (সরকার) পুনবার্সন চলছে। দুজনই চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন। ঈদের পর ফিটনেস পরীক্ষা দেবেন তারা। এরপরই বুঝতে পারব চোট কতখানি গুরুতর।’
এদিকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ে চোট পান সৌম্য। এরপর শুরু হয় তার চোট কাটিয়ে ওঠার লড়াই। যে কারণে খেলতে পারছেন না ডিপিএলে। তবে সুস্থ হয়ে উঠলে তিনি খেলতে পারেন জিম্বাবুয়ে সিরিজে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :