আইপিএলের তৃতীয় সপ্তাহের শেষে বেগুনি টুপির দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। ছ’টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন তিনি। এ বারের আইপিএলে বেগুনি টুপি জেতার দৌড়ে আর কারা প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন দেখে নেওয়া যাক।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন। তাঁর পর তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার বোলার ছ’টি ম্যাচ খেলে ৯টি উইকেট রয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই বোলার এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। বেগুনি টুপির দৌড়ে পঞ্চম স্থানে দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ। ছ’টি ম্যাচ খেলে তিনিও নিয়েছেন ৯টি উইকেট।
ষষ্ঠ স্থানে পাঞ্জাবের আরশদীপ সিংহ। তরুণ বাঁহাতি বোলারের ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে ৯টি উইকেট। খেলেছেন ছ’টি ম্যাচ। সপ্তম স্থানে পাঞ্জাবেরই সাম কারেন। ইংল্যান্ডের অলরাউন্ডার ছ’টি ম্যাচ খেলে পেয়েছেন ৮টি উইকেট। অষ্টম স্থানে গুজরাট টাইটান্সের মোহিত শর্মা। ছ’টি ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছেন। নবম স্থানে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জেরাল্ড কোয়েতজে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার পাঁচটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৮টি উইকেট পেয়েছেন। দশম স্থানে লখনউ সুপার জায়ান্টসের যশ ঠাকুর। চারটি ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন তরুণ বোলার।
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন বৈভব অরোরা। তিনি দু’টি ম্যাচ খেলে নিয়েছেন ৫টি উইকেট। বেগুনি টুপির লড়াইয়ে বৈভব রয়েছেন ২১ নম্বরে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :