AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাজবল নয় বাটলারের পছন্দ জয়সবল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৯ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪
ব্যাজবল নয় বাটলারের পছন্দ জয়সবল

ইংল্যান্ড দলের অধিনায়ক জোস বাটলার বলছেন,ব্যাজবলের থেকে জয়সবল বেশি পছন্দ তাঁর। সাম্প্রতিককালে বিশ্বক্রিকেটে সাড়া জাগিয়েছে ইংল্যান্ড দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের টেকনিক, যা ব্যাজবল নামে খ্যাত। কিন্তু তাঁর দলের অধিনায়কেরই কিনা সেই টেকনিক নয়, বরং রাজস্থান দলের সতীর্থ যশস্বী জয়সওয়ালের টেকনিক বেশি পছন্দ। জয়সওয়ালের টেকনিকেরই প্রশংসা করছেন বাটলার। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে  সিরিজে দুরন্ত ছন্দে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ফলে বিপক্ষে খেলতে গিয়ে খারাপ অভিজ্ঞতাই হয়েছে তাঁদের। এগিয়ে গিয়েও সিরিজ হারতে হয় ইংল্যান্ডকে। সিরিজের সেরার পুরস্কার পান যশস্বী। 

সম্প্রতি রাজস্থান রয়্যালস দলের দুই ক্রিকেটার জোস বাটলার এবং ট্রেন্ট বোল্ট দুজন একে অপরের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেখানেই বিভিন্ন মজার তথ্য ফাঁস হল। যেমন ইংল্যান্ড অধিনায়ক বাটলারের পছন্দ শাহরুখ খানকে। দুই ক্রিকেটারের কথোপকথনের বিশেষ বিশেষ কিছু অংশ তুলে ধরা হল।

ট্রেন্ট বোল্ট- কোন বলিউড অভিনেতা তোমার বায়োপিক করলে খুশি হবে?

জোস বাটলার- শাহরুখ খান…

জোস বাটলার- ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে পছন্দের কে?

ট্রেন্ট বোল্ট- কে এল রাহুল…

ট্রেন্ট বোল্ট- বিশ্বক্রিকেটে এই মূহূর্তে সব থেকে ভালো কভার ড্রাইভ কে মারে?

জোস বাটলার- য়ুজি(চাহাল) খুব পরিশ্রম করছে কভার ড্রাইভ মারার, তবে সেরা বিরাট কোহলি…

জোস বাটলার- অতীতের কোন ক্রিকেটারকে তুমি আউট করতে চাইবে?

ট্রেন্ট বোল্ট- কেভিন পিটারসন। খুব বেশি তার বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি…

ট্রেন্ট বোল্ট- ক্রিকেটার না হলে কি হতে?

জোস বাটলার- পোস্টম্যান। সকাল সকাল উঠে সবার বাড়ির খবর নিতাম। তারপর একটু গলফ খেলতাম…

ট্রেন্ট বোল্ট- তোমার সব থেকে প্রিয় বন্ধু বিদেশীদের মধ্যে কে?

জোস বাটলার- ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি…

জোস বাটলার- আইপিএলে তোমার নেওয়া সব থেকে পছন্দের উইকেট কোনটা?

ট্রেন্ট বোল্ট- আমার ১০০তম উইকেট, বিরাট কোহলির…

ট্রেন্ট বোল্ট- ব্যাজবল না জয়সবল?

জোস বাটলার- এখন জয়সবল। রাজস্থানের হয়ে দুরন্ত খেলছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অনবদ্য খেলেছিল। ইংল্যান্ড ফ্যানদের অবশ্যই মন খারাপ হয়েছিল অত রান করেছিল বলে। কিন্তু এই মূহূর্তে যে ছন্দে যশ রয়েছে, তাতে জয়সবলই পছন্দ…

জোট বাটলার- সব ধরনের ক্রিকেটে নতুন বলে সেরা বোলার কে?

ট্রেন্ট বোল্ট- আমার মনে হয় ভুবনেশ্বর কুমার…

ট্রেন্ট বোল্ট- ২০১৯ বিশ্বকাপ না ২০২২ টি২০ বিশ্বকাপ?

জোস বাটলার- অবশ্যই ২০১৯ বিশ্বকাপ…

ট্রেন্ট বোল্ট- এই মূহূর্তে আইপিএলে খেলা কোনও ক্রিকেটার, যাকে রয়্যালসে চাও?

জোস বাটলার- রশিদ খান…

এবারের আইপিএলে দুই ক্রিকেটার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। ৫ ম্য়াচে ১৪৩ রান করেছেন বাটলার, বোল্ট ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। তাঁদের দল প্রথম পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচেই জিতেছে।
 

একুশে সংবাদ/এস কে

 

 

 

 

Link copied!