AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় পেয়েও কোয়ার্টার থেকে ছিটকে গেলো লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:২৭ এএম, ১৯ এপ্রিল, ২০২৪
জয় পেয়েও কোয়ার্টার থেকে ছিটকে গেলো লিভারপুল

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ১-০ গোলের জয় পায় লিভারপুল। কিন্তু প্রতিপক্ষ আটালান্টার মাঠে সেই জয়টি কোনো কাজেই এলো না অলরেডদের। কারণ লেগে  ৩-০ গোলে পিছিয়ে ছিলেন সালাহরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারের পরও ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। এতে বিদায় নিতে হয় ইংলিশ জায়ান্টদের।

ম্যাচের সপ্তম মিনিটেই পেনাল্টি থেকে সালাহর গোলে আশার আলো দেখে লিভারপুল। কিন্তু ওই এক গোলেই লিভারপুলকে আটকে ফেলে আটালান্টা। হাফটাইমের আগে সালাহ ২-০ করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি।  

সফরকারী লিভারপুল দাপুটের সাথে প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া দেখা যায়।  পুরো ম্যাচে লিভারপুল ১০ শট নিয়ে ৫টি রেখেছিল লক্ষ্যে। অন্যদিকে মাত্র ২৯ ভাগ সময় বল দখলে রাখলেও আটালান্টাও ৮টি শট নেয়, যার দুটি ছিল লক্ষ্যে।

একুশে সংবাদ/এস কে

 

 

 

 

 

 

 

 

 

Link copied!